ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় একটি ভাড়া বাসায় মিলল কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ

কুমিল্লায় একটি ভাড়া বাসায় মিলল কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কালিয়াজুরি এলাকার নেলী কটেজ নামে একটি ভবনের দ্বিতীয়তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) এবং তার মা তাহমিনা আক্তার (৫০)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা বলেন, চার বছর আগে কুমিল্লা আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম এই বাসাটি ভাড়া নেন। নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা আক্তার সন্তানদের নিয়ে এখানে থাকতেন। তারা অন্য কারও সঙ্গে তেমন যোগাযোগ করতেন না।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৮ মিনিটে এক ব্যক্তি মাথায় টুপি ও সাদা পাঞ্জাবি-পায়জামা পরে ওই বাসায় প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টা ২২ মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে যান এবং ১১টা ৩৪ মিনিটে আবারও বাসায় প্রবেশ করেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো ফুটেজ পাওয়া যায়নি।

গতকাল রাতে তাহমিনা আক্তারের দুই ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। তারা প্রথমে ভেবেছিলেন মা ও বোন ঘুমাচ্ছেন। কিন্তু অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি মহিনুল ইসলাম আরও বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে সিসিটিভি ফুটেজসহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিত মাকে মৃত দেখিয়ে ব্যংক ঋণ, দেনদারকে পুলিশে সোপর্দ ও মামলা দায়েরের নির্দেশ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত সাবিনা ইয়াসমিন, গানে গানে মুগ্ধ করলেন দর্শককে

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মূলহোতা গ্রেপ্তার

ডাকসুর হল সংসদ নির্বাচন থেকে সরে না দাঁড়ানো ৭ প্রার্থীকে ছাত্রদল থেকে বহিষ্কার

২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস