ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর হল সংসদ নির্বাচন থেকে সরে না দাঁড়ানো ৭ প্রার্থীকে ছাত্রদল থেকে বহিষ্কার

ডাকসুর হল সংসদ নির্বাচন থেকে সরে না দাঁড়ানো ৭ প্রার্থীকে ছাত্রদল থেকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ানোয় সাত প্রার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়ার পরও দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে নির্বাচন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সদস্য (সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদা) ওমর ফারুক রাকিবকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে ঢাবি ছাত্রদল শাখার বিজ্ঞপ্তিতে আরও ছয়জনকে বহিষ্কার করার কথা জানানো হয়।

তারা হলেন—  মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে প্রার্থী অছিকুর রহমান জয় (যুগ্ম-আহ্বায়ক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদল) 

একই হলের সদস্য পদে প্রার্থী নাহিন নিয়াজ মাহি (আহ্বায়ক সদস্য) 

মাস্টারদা সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রার্থী সাব্বির আহমেদ সোহান (আহ্বায়ক সদস্য) 

আরও পড়ুন

ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী জেভিয়ার হাসান (আহ্বায়ক সদস্য, হাজী মুহম্মদ মুহসীন হল শাখা) 

ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে প্রার্থী সোহানুর রহমান সোহাগ (সাবেক দপ্তর সম্পাদক) 

ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী মো. সিফাতুল ইসলাম (যুগ্ম-আহ্বায়ক, অমর একুশে হল শাখা ছাত্রদল)।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের ওই বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২