ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

জীবিত মাকে মৃত দেখিয়ে ব্যাংক ঋণ, দেনদারকে পুলিশে সোপর্দ ও মামলা দায়েরের নির্দেশ

জীবিত মাকে মৃত দেখিয়ে ব্যাংক ঋণ, দেনদারকে পুলিশে সোপর্দ ও মামলা দায়েরের নির্দেশ

কোর্ট রিপোর্টার : জীবিত মাকে মৃত দেখিয়ে প্রতারণাসহ জালিয়াতি করে রূপালী ব্যাংক বগুড়া ক্যান্টনমেন্ট শাখা থেকে ঋণ উত্তোলন করে ৬ লাখ ৩০ হাজার ৫৪২ টাকার অর্থ ডিক্রি জারি মামলায় ঋণ গ্রহীতাকে পুলিশে সোপর্দসহ তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থঋণ আদালতের জজ মো. আহসান হাবিব আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ঋণখেলাপি আব্দুল খালেককে পুলিশে সোপর্দ করেন এবং মামলা দায়েরের নির্দেশ দেন। আব্দুল খালেক শেরপুরের মেসার্স মিসু ডেইরি এন্ড পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী। তিনি ওই উপজেলার কানুপুরের মৃত আছির উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, মেসার্স মিসু ডেইরি এন্ড পোল্ট্রি ফার্মের মালিক আব্দুল খালেক তার ব্যবসার জন্য রূপালী ব্যাংক বগুড়ার শাজাহানপুরের ক্যান্টনমেন্ট শাখা থেকে ঋণেরর টাকা গ্রহণ করেন। ওই টাকা গ্রহণের সময় তিনি তার মা জাবেতন বিবিকে মৃত দেখিয়ে জাল কাগজপত্র সৃষ্টিসহ ওয়ারিশান সনদ ব্যাংকে দাখিল করেন।

আরও পড়ুন

এদিকে তিনি ঋণখেলাপি হলে ব্যাংক তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করে ডিক্রি প্রাপ্ত হয়ে ব্যাংকের পাওনা উল্লেখিত পরিমাণ টাকা আদায়ের জন্য ঋণখেলাপি আব্দুল খালেকের বিরুদ্ধে অর্থ ডিক্রি জারি মামলা করে। ওই মামলায় তার মা জাবেতন বিবি আদালতে এসে কাগজপত্র দাখিলসহ ক্লেইম মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ আটক ২