ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট : নারীসহ গ্রেফতার ৬

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট : নারীসহ গ্রেফতার ৬, ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে মাদকের গ্রাম হিসেবে পরিচিত মাচইল গ্রামে তুচ্ছ ঘটনায় মৎস্য চাষিকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নারীসহ ছয়জন গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে জয়েন ফকিরের ছেলে নূর আলমের (৩৫) সঙ্গে একই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সুমনের দীর্ঘ দিনযাবৎ বিরোধ চলে আসছে। এরই জের ধরে নূর আলমকে একা পেয়ে বেধরকভাবে মারপিট করা হয়।

পরে পরিবারের লোকজন সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এঘটনায় নূর আলমের বোন ফরিদা বেগম বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলেন-মোজাফ্ফর হেসেনের ছেলে সুমন (৩২), জব্বারের ছেলে মোজাফ্ফর হোসেন (৪৮), মোজাফ্ফর হোসেনের ছেলে তৌহিদ (২০) সাকিব (২৩), মোজাফ্ফর হোসেনের  স্ত্রী শাহিনুর বেগম, মহাতাব হোসেনের স্ত্রী তাজে বেগম (৪২)।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এবিষয়ে রাতেই মামলা নেওয়া হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যহতি

রংপুর নগরীতে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

ফ্রান্সে নতুন রাজনৈতিক সংকট, পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত প্রধানমন্ত্রী

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮

নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা

ইসরাইলকে হারিয়ে ৯ গোলের থ্রিলার জিতল ইতালি