ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

 রংপুরে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার

 রংপুরে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার,ছবি: দৈনিক করতোয়া।

রংপুর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রংপুর নগরীর দর্শণা এলাকায় অভিযান চালিয়ে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত ভোর রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এই অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান  নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে শুঁটকি আড়ত-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ জানান, বন্দুক ও গুলিগুলো সচল রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। আমরা বিষটি তদন্ত করে দেখছি। অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

এই অভিযানে তাজহাট থানা-পুলিশের এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান মোল্লাসহ সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর রংপুর ক্যাম্পের একটি দল অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমায় পথচলার তিনযুগে অমিত হাসান

দিনাজপুরের চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হয়ে উঠছে বাঁশের ফাঁদ

ফেনীতে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

মৃত্যুহীন প্রাণ দিয়ে প্রশংসিত বঙ্গরঙ্গ, আবারও আসছে মঞ্চে

ব্যাচেলর পয়েন্টে চমক নিয়ে ফিরছেন তৌসিফ মাহবুব