ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

পা ও হাঁটু মাটিতে লাগানো অবস্থায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

পা ও হাঁটু মাটিতে লাগানো অবস্থায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নেত্রকোনার মোহনগঞ্জে গাছে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের লাশ গাছে ঝুলে থাকলেও দুই পা হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিল।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছরের একটি ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন রুবেল। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে একটি গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। বিষয়টি তিনি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝোলানো ছিল, আর দুই পা মাটিতে লাগানো ভাজ করা ছিল। এতে স্থানীয়রা এটিকে হত্যা বলে ধারণা করছেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তারা রওনা হয়েছেন। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে চাঞ্চল্যকর শান্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের পীরগাছায় রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, ৫০ পরিবার বিপাকে

বগুড়ার সারিয়াকান্দিতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

বগুড়ার মোকামতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি গ্রেফতার

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : দুলু