ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের পীরগাছায় রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, ৫০ পরিবার বিপাকে

রংপুরের পীরগাছায় রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, ৫০ পরিবার বিপাকে। ছবি : দৈনিক করতোয়া

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় জমি দুই ভাইয়ের বিরোধ মিমাংসা করতে গিয়ে এবার ৫০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আব্দুল মালেক নামে এক ব্যক্তি। প্রচীন এ রাস্তাটি গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়ায় ৫দিন ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না এলাকার লোকজন।

আর এ ঘটনা ঘটেছে উপজেলার তালুক ইসাদ ডোবারপাড় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায়। ফলে চরম ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত আব্দুল মালেকের শাস্তি দাবি করেন এলাকাবাসী। এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে, উপজেলার সদরের দুধিয়াবাড়ি ঈদগাহ থেকে জনৈক সেলিম মিয়ার বাড়ির পাকা রাস্তা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের বাড়ি সংলগ্ন একটি কাঁচা সড়ক দিয়ে ওই গ্রামের ৫০টির বেশি পরিবার চলাচল করতো। ওই এলাকার আব্দুল মালেক মিয়ার সাথে তার ভাই সবুজ মিয়ার দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।

এ নিয়ে আব্দুল মালেক স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দাবি করেন। সেই মতে চেয়ারম্যান এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জমি পরিমাপের দায়িত্ব দেন। গত বুধবার জমি পরিমাণ করে দুই ভাইকে বুঝে দেওয়ার পর হঠাৎ করে গত বৃহস্পতিবার আব্দুল মালেক চলাচলের রাস্তার দুইপাশে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে উভয়পাশের ৫০টি পরিবারের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

গ্রামবাসী সাজ্জাদুর রহমান লাবু, মাহবুবার রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদুল হাসান লিটন বলেন, দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে আজ আমরা বিপদে। প্রচীন একটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। গত ৫দিন ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। পাশে হাজী মমতাজ নওহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছে না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক মহির উদ্দিন বলেন, আব্দুল মালেক একজন শিক্ষিত মানুষ হয়ে জঘন্য কাজ করেছে। চলাচলের রাস্তা বন্ধ করে সে অমানবিক কাজ করেছে। আব্দুল মালেক রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, রাস্তার দুইপাশে আমার জমি। রাস্তাটিও আমার। তাই বন্ধ করেছি। এ ব্যাপারে পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বলেন, বিষয়টি আমাকে এলাকার লোকজন জানিয়েছে। আমি উভয়পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব