বগুড়ার মোকামতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদককারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোকামতলায় ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোকামতলা ফাঁড়ির পুলিশ মোকামতলার মুরাদপুরে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের ওপর চেকপোস্ট চলাকালীন ২৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্কুল ব্যাগসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-টাঙ্গাইলের শফিপুর উপজেলার সিলিমপুর শেখচানা এলাকার আলহাজ আলীর ছেলে শাহাদাত হোসেন (২২) ও একই এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে কালু মিয়া (৩০)। অভিযুক্ত শাহাদতের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা আছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠনো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন