ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সিনেমায় পথচলার তিনযুগে অমিত হাসান

সিনেমায় পথচলার তিনযুগে অমিত হাসান

অভি মঈনুদ্দীন : ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্যদিয়ে সিনেমাতে পেশাগতভাবে অমিত হাসানের পথচলা শুরু। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন হাসি। বিগত প্রায় তিনযুগেরও বেশি সময়ে একজন অভিনেতা হিসেবে পথচলার মধ্যদিয়ে তিনি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করলেও দর্শকের এই ভালোবাসার মাঝেই নিজের মধ্যে অমিত হাসানের এক দু:খবোধ রয়েছে। রয়েছে ভীষণ অতৃপ্তি। সিনেমায় যারা অভিনয় করেন তারা অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে বিশেষভাবে মূল্যায়ণ করেন। একজন অভিনেতা কিংবা খল অভিনেতা হিসেবে সেই মূল্যায়ণ এখনো করা হয়ে উঠেনি অমিত হাসানকে। আর এটাই যেন অভিনয়ে তার অতৃপ্তির অনেক বড় কারণ।

অমিত হাসান বলেন,‘ অনেক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে যাতে আমি আমার মতে খুউব ভালো অভিনয় করেছি। বিশেষভাবে উল্লেখ করার মতো যদি বলতে হয় তাহলে দিদ্রোহী প্রেমিক, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিনি সুতার মালা’ সিনেমার কথা বলা যায়। আবার খল অভিনেতা হিসেবে এইতো প্রেম, শাহেনশাহ’র কথাও বলা যায়। কিন্তু কোনভাবেই ভাগ্যে জুটলোনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই কোটি দর্শকের ভালোবাসার মাঝে যে সুখ আছে সেই সুখের মাঝেও প্রায়শই দু:খঁ নড়েচড়ে উঠে। কষ্ট হয়। এতোটা বছর ধরে চলচ্চিত্রে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। কিন্তু জাতীয় স্বীকৃতি মিলেনি, এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার।’

এদিকে আজ অমিত হাসানের জন্মদিন। সূদুর আমেরিকাতে পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করা হবে বলে জানান অমিত হাসান। তিনি সবার দোয়া চান।

আরও পড়ুন

অমিত হাসান বলেন,‘ আজকের যতোটুকু হয়েছি আমি তার পুরো কৃতিত্ব আমার মা মালিহা রহমানের। আম্মার উৎসাহ, অনুপ্রেরণাতেই আজকের অমিত আমি। আর দর্শকের ভালোবাসাতো রয়েছেই। কিছুদিন আগে মা দিবসে আমার মাকে মা পদকে ভূষিত করা হয়েছিলো, এটা ছিলো আমার জন্য অনেক বড় সম্মানের। কারণ আমার সফলতার উপর বিবেচনা করেই এই সম্মাননা প্রদান করা হয়েছিলো।’

অমিত হাসানের সঙ্গে লাবনী হাসানের বিয়ে হয় ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি। অমিত লাবনী দম্পতির দুই সন্তান লামিসা ও সামান্তা। টাঙ্গাইলের সন্তান অমিত হাসান দুটি সিনেমা প্রযোজনা করেছেন। একটি ‘কে আপন কে পর’ এবং অন্যটি ‘বিনি সুতার মালা’। এরইমধ্যে অমিত হাসান অভিনীত সর্বশেষ সিনেমাগুলো হচ্ছে শাহীন সুমনের ‘বিদ্রোহী’,‘ শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, আবুল খালাম আজাদের ‘ও মাই লাভ’ এবং রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’। এখন পর্যন্ত ১৫টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন অমিত হাসান। কায়সার আহমেদ’র নির্দেশনায় আফতাব বিন তমিজের রচনায় তিনি প্রথম প্রিয়দর্শিনী মৌসুমীর বিপরীতে ‘গ্রাম গঞ্জের মেয়ে’ নাটকে অভিনয় করেন। অমিত হাসান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

ঢাবির প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ ডিএমপির

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চুরির প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও