বগুড়া পাথর বোঝাই ট্রাকে মিলল ১০ কেজি গাঁজা গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ১টি ট্রাক উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি মো: ইকবাল বাহার জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবি বগুড়ার একটি টিম শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে পাথরভর্তি একটি ট্রাক আটক করা হয়।
এরপর ওই ট্রাকে তল্লাশি করে পাথরের ভিতরে একটি কাপড়ের বস্তায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের হীরারকুঠি গ্রামের মো: সুলতানের ছেলে ট্রাক চালক মোঃ শমসের আলী (৩৫) ও একই জেলার - শিংগিরভিটা গ্রামের মৃত আহাতাব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএরপর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে.দীর্ঘদিন ঘরে তারা গাঁজা একস্থান থেকে অন্যস্থানে সরবরাহ করে আসছিল। এই আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন