রাষ্ট্রের সংস্কার ফ্যাসিষ্টের দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত : গোলাম রব্বানী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, পালিয়ে যাওয়া ফ্যাসিষ্টদের দৃশ্যমান বিচার এবং পিআর পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ। সাংবাদিকের লেখায় জাতির উত্থান যেমন ঘটে, তেমনি পতনও ঘটতে পারে। তাই জাতির বিবেক হিসেবে সত্য প্রকাশের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য দিন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে শাজাহানপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ প্রামাণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি সজিবুল আলম, গাবতলী উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য খন্দকার আতিকুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাহাদত হোসেন, সাংবাদিক আরিফুর রহমান মিঠু, সাইদুজ্জামান তারা, শাহীন আলম, মেছবাউল আলম, গোলাম আজম শামীম, রমজান আলী রঞ্জু, মুঞ্জুরুল ইসলাম রিপন, সানোয়ার হোসেন, মিজানুর রহমান, নাজিরুল ইসলাম, খাজা রতন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুনমন্তব্য করুন