ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৬৪ কেজি পাঠ্যবই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৬৪ কেজি পাঠ্যবই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে মানিক নামে এক ভাঙাড়ি দোকান মালিককেও গ্রেফতার করা হয়। এরআগে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, উপজেলার বিপিবি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ও সহকারী শিক্ষক আব্দুস সালাম গত বুধবার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ’র নির্দেশে শহরের শান্তিবাগ এলাকা থেকে বিক্রি হওয়া বইয়ের ৯০ কেজি অটোচার্জার ভ্যান চালক সন্তোষ রায়ের কাছ থেকে উদ্ধার করা হয়।

এসময় সন্তোষ বাকি বই শহরের মাস্টার মোড় এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী মানিকের কাছে বিক্রি করেছেন বলে জানান। পরে মানিক জানান তিনি ৪৭৪ কেজি সরকারি বই বগুড়ায় বিক্রি করেছেন। এ অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকেলে ওই ভাঙাড়ি দোকানে যান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দোকানদার মানিক প্রধান শিক্ষক আলম ও স্কুলের সহকারী শিক্ষক সালামের কাছ থেকে বই কেনার কথা স্বীকার করেন। প্রধান শিক্ষক আলমও বিষয়টি স্বীকার করলে তাদের দু’জনকে থানায় সোপর্দ করে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

রাতে প্রধান শিক্ষক আলম, সহকারী শিক্ষক সালাম এবং দোকানদার মানিকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ। এ ঘটনায় পুলিশ আলম ও মানিককে গ্রেফতার দেখায়। তবে সালাম নামে আরেকজন পলাতক রয়েছেন।

বই বিক্রির ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিনামূল্যে সরবরাহকৃত পাঠ্যবই বিক্রি করা চরম অন্যায় কাজ। এর সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সরকারি বই বিক্রির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এরমধ্যে দু’জন গ্রেফতার ও একজন পলাতক আছেন। তাকেও গেফতারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, সরকারি বই বিক্রির খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। প্রধান শিক্ষক ও বই বেচা কেনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি