নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে পূর্ব তাহেরপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তিনি একই জেলার পোরশা উপজেলার সায়েদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া জানান, বিদ্যালয়ে একটি নতুন বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। নিহত খাইরুল ইসলাম সেখানে অসাবধানতাবশত একটি মটরের তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি শেষে মরদেহ মর্গে পাঠানোর হবে।
মন্তব্য করুন