রংপুরের কাউনিয়ায় মাসুদার হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় হারাগাছ বকুলতলা গ্রামে মাসুদার হত্যা মামলায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) পাঁচজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আব্দুল লতিফ মিয়া (৬৫), দুই ছেলে সাইফুল ইসলাম (৩৫), শহিদুল ইসলাম (২৬), মেয়ে লাইলী বেগম (২৮) ও জামাই সাধু কুটিরপাড়ের আব্দুল হাকিম (২৮)।
আরও পড়ুনকাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন