ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

দিনাজপুর জেলায় আড়াই লক্ষাধিক হেক্টর জমিতে হচ্ছে আমন চাষ

দিনাজপুর জেলায় আড়াই লক্ষাধিক হেক্টর জমিতে হচ্ছে আমন চাষ

দিনাজপুর জেলা প্রতিনিধি: গত কয়েকদিনের বৃষ্টির পানিতে, মনে স্বস্তি ফিরেছে রোপা আমন চাষিদের। মাঠজুড়ে আমনের ক্ষেতে রাসায়নিক সার, কীটনাশক ও পরিচর্যায় ব্যস্ত ধানের জেলা খ্যাত দিনাজপুরের কৃষক-কৃষাণিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকায় নানা প্রতিকূলতার মধ্যদিয়েই বেড়ে উঠতে শুরু করেছে কৃষকের স্বপ্নের ফসল।

অন্যান্য বছরের তুলনায় এ বছর আমন রোপণের শুরুতে কৃষককে পানির জন্য কিছুটা দুর্ভোগে পড়তে হলেও শ্রাবণের শেষদিকে মিলেছে স্বস্তি। এতে সঠিক সময়ে আমন ধান রোপণ করতে পেরেছেন কৃষক। মাঠের পর মাঠ এখন আমন ধানের সবুজ পাতার রঙে ছেয়ে গেছে। চাষিরা ব্যস্ত ফসলের পরিচর্যায়। কেউ ধান গাছের আগাছা পরিষ্কার করছেন, কেউ সার ও কীটনাশক প্রয়োগ করছেন।

দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের কৃষক নারায়ন চন্দ্র রায় বলেন, আমন রোপনের শুরুতে জমিতে পানি না থাকায় শ্যালো দিয়ে সেচ দিয়ে আমন চারা রোপণ করেছেন তিনি। কিন্তু শ্রাবনের শেষে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তা কেটেছে। তিনি বলেন, বর্তমানে ফসল উৎপাদন ও পরিচর্যায় ব্যস্ত সকলেই। বড় ধরনের দুর্যোগ না হলে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন জানান, এবার চলতি আমন মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে উফশী জাতের ধান ২ লাখ ৪৮ হাজার ৬৩০ হেক্টর, স্থানীয় জাত ৯৯০ হেক্টর ও হাইব্রিড ১১ হাজার ২৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সে অনুযায়ী ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ৮ লাখ ৭৪ হাজার ৯৫১ মেট্রিক টন চাল। উৎপাদন লক্ষ্যমাত্রায় উফশী জাত প্রতি হেক্টরে ৩ দশমিক ৩৩ মেট্রিক টন, স্থানীয় জাতের ১ দশমিক ৯৬ মেট্রিক টন ও হাইব্রিড ৪ দশমিক ১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ণয় করা হয়।

কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে অধিক লক্ষ্যমাত্রা অর্জিত করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। এ জন্য বিএডিসি বিভাগ পর্যাপ্ত পরিমাণ কৃষকদের চাহিদা অনুযায়ী রাসায়নিক সার তাদের গুদামে আগাম মজুদ রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি