কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার গোলজার হোসেন (২৫), সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার রাসেল মিয়া (২৩)।
আরও পড়ুনএ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন