যশোরে কসাইকে গলাকেটে হত্যা

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (৪৮) নামে এক কসাই নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত মিজানুর রহমান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় কসাই ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোবাইলে কল পেয়ে মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। স্ত্রীকে তিনি জানান, আহমদ ভাই ফোন করেছেন গরু জবাই করতে যেতে হবে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ভোরে ভ্যানচালক রহমত আলী তাকে খুঁজতে গেলে মিজানুরের স্ত্রী বাড়ির উঠানে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আরও পড়ুনবেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন