ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে মুখ খুললেন মোদি

ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে মুখ খুললেন মোদি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: জনগণকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈশ্বিক অর্থনীতির চড়াই-উতরাইয়ের মাঝে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার উত্তরপ্রদেশের বারাণসীতে নিজ নির্বাচনী এলাকায় এক জনসভায় ভাষণ দেন তিনি। ভাষণে দেশবাসীকে দেশীয় পণ্য কেনার জোর দিয়ে মোদি বলেন, বিশ্ব অর্থনীতি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনৈতিক স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে।মোদি আরো বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিবেশ দেখা দেয়ায় প্রতিটি দেশই নিজের স্বার্থের কথা বিবেচনা করছে। ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। বলেন, ‘আমাদের কৃষক, আমাদের শিল্প, আমাদের যুব সমাজের কর্মসংস্থান—আমাদের কাছে সব থেকে আগে।’তিনি বলেন, দেশীয় পণ্যের প্রসারে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। তবে জনগণেরও এ বিষয়ে দায়িত্ব আছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা শুধু মোদি নয়, যারা ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চান—তাদের সবাইকে বলতে হবে, জনগণকে দেশী পণ্য কিনতে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন

প্রতিটি কাজে ‘স্বদেশি’ ভাবনা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে বলে জানান তিনি। বলেন, ‘এটাই হবে মহাত্মা গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা। আমাদেরও শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নেওয়া উচিত ‘

এর আগে, গত বুধবার ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে ট্রাম্পই ভারতকে নিয়ে কটাক্ষের সুরে কথা বলেন। ভারত ও রাশিয়াকে ‘মৃত অর্থনীতি’র দুই দেশ বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সবচেয়ে বড় ‘আনার’ বাগান দিনাজপুরে

বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন