বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় চাচার ঘরে চাচিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামে তার ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। বিদ্যুৎ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে। এর আগে গতকাল শনিবার বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর(২৩) বাড়ি ধুনট সদরের চান্দারপাড়া গ্রামে। প্রায় ৫ বছর আগে পশ্চিম ভরণশাহী গ্রামে বিপ্লবের প্রতিবেশী চাচার সাথে মেয়েটির বিয়ে হয়। তাদের এক কন্যা সন্তান আছে। সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। মেয়েটির স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
এ সুযোগে প্রায় ১ বছর ধরে ভাতিজা বিপ্লব চাচার বাড়িতে গিয়ে চাচিকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। কিন্ত ওই নারী বিপ্লবের প্রেম প্রস্তাবে রাজী হয়নি। এ অবস্থায় ১৮ জুন রাত পৌনে ২টায় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এসময় ওই ঘরের পাশে আগে থেকে অবস্থান নেওয়া বিপ্লব হোসেন চাচিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে।
আরও পড়ুনঘটনার সময় ওই ঘরে অন্য কেউ ছিল না। পরের দিন ওই নারী তার স্বামীর কাছে ঘটনা বলে দেন। এতে স্বামী ক্ষুব্ধ হয়ে নারীকে তালাক দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে শনিবার বিপ্লব হোসেন বিদ্যুতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আসামি বিপ্লবকে গতকাল রোববার দুপুর ২টায় আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন