ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

আজ ব্যাংক ও শেয়ারবাজার খোলা

আজ ব্যাংক ও শেয়ারবাজার খোলা, ছবি: সংগৃহীত।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা রয়েছে। সব ধরনের লেনদেন করতে পারছেন গ্রাহক। আগামী শনিবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

এ ছাড়া অন্যান্য কর্মদিবসের মতো শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেন চলছে। এবার ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

আরও পড়ুন

ব্যাংকে সব ধরণের সেবা মিললেও গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই কাজে যোগ দিয়েছেন। ঈদের ছুটি ১০ দিন হলেও আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থায় বন্দর, শুল্কায়ন ও ব্যাংকিং সেবা চালু রাখা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পানি পান করে পেটের পীড়ায় অর্ধ শতাধিক শ্রমিক, কারখানা বন্ধ 

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ 

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

১৭ বছর পর কান’র লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জোলি

কাপ্তাই হ্রদে পানি তলানিতে নেমে যাওয়ায় চার ইউনিটের উৎপাদন বন্ধ

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে