ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর। ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আজ শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা মির্জা ফয়সলের গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী ও অন্যদের সহায়তায় কোনোমতে তিনি ঘটনাস্থল থেকে সরে যান। ঘটনার সময় উত্তেজিত কর্মীদের থামাতে গিয়ে আহত হন বিএনপির উজ্জ্বল নামের এক কর্মী। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, সম্মেলনের ফলাফল ঘোষণা নিয়ে দীর্ঘক্ষণ উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, ফলাফল ঘোষণার দায়িত্বে থাকা নেতারা সন্ধ্যা পর্যন্ত সাহস করে ফল প্রকাশ করতে পারছিলেন না। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন রাত ৮টার দিকে ভোটকেন্দ্রে আসেন। তিনি ফলাফল ঘোষণা করেই ফেরার সময় বিক্ষুব্ধরা তার দিকে চেয়ার ছুড়ে মারেন এবং গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করেন।

আরও পড়ুন

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, ফলাফল ঘোষণার পর কলেজ ভবনের তৃতীয় তলা থেকে নামার সময় আচমকা এ ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। গাড়িতে থাকা রাশেদ আলী বলেন, ভাইকে কোনোমতে রক্ষা করেছি। রাতে আলো কম থাকায় হামলাকারীদের ঠিকমতো চেনা সম্ভব হয়নি।

এর আগে দুপুর আড়াইটায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে গণনায় সভাপতি পদের ফলাফলে মাত্র দুই ভোটের ব্যবধান নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর পরপরই সম্মেলনস্থলে অবরুদ্ধ হয়ে পড়েন জেলা বিএনপির নেতারা।

পরবর্তীতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সৈয়দ আলম, সাধারণ সম্পাদক হিসেবে ড. টিএম মাহবুবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অয়ন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর