ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাগর নদে বাঁশের চড়াটের বেড়ার সাথে সুতি, কারেন ও চায়না জাল দিয়ে অবাধে পোনা মাছ নিধন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত কয়েকদিন যাবত টানা বৃষ্টিতে জমিতে জমা পানি নদীতে প্রবাহিত হচ্ছে। এতে নদীর পানি বাড়ছে।

উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া নাগর নদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে এক শ্রেণির প্রভাবশালী চক্র বাঁশের চড়াটের বেড়া দিয়ে সুতি জালের মাধ্যমে, কারেন্ট ও চায়না জালের সাহায্যে অবাধে পোনা মাছ ধরছে। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে চিংড়ি, পুঁটি, ট্যাংড়া, কই, শিং, মাগুর, বেলে, শোল, টাকি থেকে শুরু করে ছোট-বড় অনেক মাছই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না।

নিষিদ্ধ কারেন্ট, চায়না জালের সাহায্য আবার অনেকেই নদের পাড়ে টংঘর বানিয়ে বাঁশের চড়াটের বেড়া দিয়ে খলসানির সাহায্য এসব মাছ ধরছে। অনেকেই সন্ধ্যা রাতে কারেন্ট ও চায়না জাল নদীতে ফেলে রাখে। পরের দিন খুব ভোরে জাল উঠিয়ে এসব মাছ শিকার করছে।

ছোট-ছোট এসব মাছ উপজেলার বিভিন্ন হাট-বাজারে পসরা সাজিয়ে আবার ফেরি করে বিভিন্ন স্ট্যান্ড এলাকায় বিক্রি করতে দেখা যাচ্ছে। ফলে দেশি প্রজাতির মাছ ও মাছের রেণু পোনাসহ বিলুপ্তি হওয়ার হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন

আজ শনিবার (১২ জুলাই) এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক জানান, নাগর নদে পানি বাড়ার সাথে সাথে এক শ্রেণির মৎস্য ব্যবসায়ী মাছ শিকার করছে। এ বিষয়ে অভিযোগও পেয়েছেন। তবে তার দপ্তরে জনবল সংকটের কারণে নাগর নদ থেকে এসব অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না।

তবে অচিরেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও’কে সাথে নিয়ে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান