বগুড়ার আদমদীঘিতে কাঁচামরিচ চাষিদের মারপিটে আড়ৎ ম্যানেজার আহত, দাম নিয়ে হট্টগোল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে কাঁচামরিচ বেচাকেনা নিয়ে নুর ইসলাম বজলু নামে এক আড়তদারের সাথে কয়েকজন চাষির কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনায় একজন আহত হয়েছেন। আহত রকি আড়তদার নুর ইসলাম বজলুর শ্যালক এবং ওই আড়তের ম্যানেজার। আজ শনিবার (১২ জুলাই) সকালে আড়তদার নুর ইসলাম বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার কাঁচামরিচের সবচেয়ে বড় হাট (অস্থায়ীভাবে) বসে কোমারপুর চারমাথা মোড়ে। সেখানে মেসার্স নুরনবী ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান কোমারপুর বড়দীঘি পাড়ার নুর ইসলাম বজলুর আড়ৎ রয়েছে।
ওই আড়তে ম্যানেজার হিসেবে কাজ করেন রকি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই হাটে কাঁচামরিচ বিক্রি করতে আসেন পাশের গ্রাম বড় জিনইরের জয়েনের ছেলে রনজু (২২), ফেরদৌসের ছেলে আসিব (১৯) ও সালামের ছেলে আনিছুরসহ (২৫) আরো বেশকয়েক জন। এসময় আড়তদার নুর ইসলাম বজলু চাষিদের কাছে কম দরে মরিচ কিনতে চান।
আরও পড়ুনএরপরই উল্লেখিত চাষিরা তার ওপর ক্ষিপ্ত হন। উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। তারা লোহার রড দিয়ে ম্যানেজার রকির নাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত রকিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন