ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আতাউর রহমানকে (৫২) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা নিজ বাড়ি থেকে মাওলানা আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি গত ১৭ জুলাই দুপুর ১২টায় শেরপুর শহরের ধুনট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। মামলার ইজাহারে উল্লেখ করা হয়, আসামিরা আগ্নেয়াস্ত্রসহ লোহার রড, লাঠি নিয়ে মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়, এমনকি ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে।

এসময় গুলিতে নাসির উদ্দিন, আব্দুল মজিদ আকন্দ, শাকিল রোজা, রহমত আলী, নাহিদ হাসান, সাইম, হোসেন ও রিফাত সরকার আহত হন। এই ঘটনায় গত ২০২৪ সালের ২ নভেম্বর শাহ-বন্দেগী ইউনিয়নের মোতালেব সরকারের ছেলে আহত রিফাত সরকার ১৪৭ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আতাউর রহমান ইজাহারভুক্ত আসামি, তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান