ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রবিউল ১৬ বছর পর বাড়ি ফিরলেন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পিলখানা হত্যাকান্ডের আসামি হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রবিউল ১৯ দিন চাকরি করে ১৬ বছর জেলে থাকার পর মুক্তি পেয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলের রবিউল ইসলাম।
ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পাস করে বাবা-মায়ের স্বপ্ন পূরণে তৎকালীন বিডিআর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দেন। তার মা-বাবাও সেদিন স্বস্তির হাসি হেসেছিলেন। কিন্তু ছেলের চাকরিতে যোগ দেওয়ার ১৯ দিনের মাথায় ঢাকার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় রবিউলের বাবা-মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলার আসামি হন রবিউল। সেই মামলায় তার সাজা হয়। তবে তার বাবা আব্দুর রহমানের বিশ্বাস ছিল যেহেতু ছেলে নির্দোষ, সে এক দিন মুক্তি পাবেই। জমি-জায়গা বিক্রি করে ছেলের মুক্তির জন্য আদালতে চক্কর কেটেছেন দীর্ঘদিন। এক সময় ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি। দুই মাস আগে মারা যান রবিউলের বাবা।
পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর কারামুক্তি পান রবিউল ইসলাম। গত রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ যে ২৫০ জন বিডিআর সদস্যকে খালাস দিয়েছেন। তার মধ্যে একজন রবিউল ইসলাম।
আরও পড়ুনরবিউলের ভাই শাহাজাহান আলী জানান, রবিউল কারাগারে থাকা অবস্থায় তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা খাওয়া খরচ দেওয়া হতো। কিছুদিন পর পর কাপড় চোপড় কিনে দেওয়া, আদালতপাড়ায় অনেক খরচ করতে হয়েছে। তার পেছনে খরচ করতে করতে পুরো পরিবার প্রায় নিঃস্ব।
রবিউলের দাদি জমেলা বেগম জানান, আমার নাতি বিনা অপরাধে ১৬ বছর জেলে থাকতে হইল। এতদিন বাড়িতে থাকলে বিয়ে হতো বাপ-মা নাতি-পুতির মুখ দেখতে পেতো। রবিউলের মা সালেহা বেগম বলেন, ১৬ বছর রবিউলের বাবা ছেলের প্রতিক্ষায় থেকে ছেলেকে দেখতে না পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। দুই মাস আগে মারা যায়। ছেলেকে দেখার ভাগ্যে জুটলো না। তিনি সন্তানসহ সকল বিডিআরের ১৬ বছরের ক্ষতিপূরণ ও চাকরি পূনর্বহালের দাবি জানান।
মন্তব্য করুন