চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো: শুভ (৩৫) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। তিনি শিবগঞ্জের বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গত সোমবার রাত সাড়ে ১০টায় ধোবড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ব্যাটালিয়ন মানিকগঞ্জের সাথে যৌথ অভিযানে শুভ গ্রেফতার হয়। র্যাব আরও জানায়, ২০২২ সালে ইয়াবাসহ গ্রেফতার হয় শুভ। তার নামে শিবগঞ্জ থানায় মামলা হয়। মামলায় জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে থাকে শুভ। তার অনুপস্থিতিতেই বিচার শেষ হয়।
আরও পড়ুনতার নামে জারি হয় সাজা পরোয়ানা। এরপর তাকে গ্রেফতারে বিভিন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান শুরু করে। এ অবস্থায় ছায়া তদন্তের পর র্যাব তাকে গ্রেফতারে নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার গ্রেফতার হয় শুভ। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন