ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি : রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতে এই রায় দেন।

আদালতের (পিপি) এড. শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত জানান, ৪ জনের যাবজ্জীবন ও অপর দু’জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- আব্দুল আলিম, মোজাম সেখ, আব্দুর রউফ ও মো. আবু বক্কার।

দুই বছরের সাজাপ্রাপ্তরা হলো- আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আমির হামজা সেখ ও মোছা. লিলি খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আব্দুল আলিম সেখ গংদের সাথে আশরাফ আলীর রাস্তা নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন

পরে আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ফেলে দিয়ে যায়। এসময় আশরাফ আলীর মাথার পিছনের হাড় ফেটে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা হেলথ এন্ড হোম স্পেশালজড হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী মারা যায়। ঘটনার দুই দিন পর (১১ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার (এস.আই) ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার