ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

প্রাথমিকের শিক্ষার্থীরাই শিক্ষিত হয়ে আগামীর নেতৃত্ব দিবে : ডিসি নীলফামারী

প্রাথমিকের শিক্ষার্থীরাই শিক্ষিত হয়ে আগামীর নেতৃত্ব দিবে : ডিসি নীলফামারী

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, প্রাথমিকের শিক্ষার্থীরাই শিক্ষিত হয়ে আগামীর নেতৃত্ব দিবে। পাঠ্যপুস্তুক শিক্ষার পাশাপাশি সামাজিকতা ও নৈতিকতায় তোমারাই পৃথিবীকে আলোকিত করবে।

তোমাদের হাত ধরেই বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। আমরা মাত্র কিছু উপহার তোমাদের হাতে দিলাম যাতে তোমরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাও। সকল বাধা-বিপত্তি পিছনে ফেলে আগামীর দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশাও রইল।

তিনি আজ মঙ্গলবার (২৯ জুলাই) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঁচশ’ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্রসহ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানুল হকের সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন প্রমুখ।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীনসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীগণ। জেলা পরিষদের অর্থায়নে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এদিকে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী করতে অভিনব আইডিয়া হাতে নিয়েছে প্রশাসন। গ্রামের প্রত্যন্ত এলাকার আর্থিক অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের প্রাথমিক পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্রসহ শিক্ষা উপকরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা মোবারক

ফাইনালের উত্তাপ ছড়ালেও বুমরাহকে পাচ্ছে না ভারত!

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

সুনামি : দেশজুড়ে প্রায় ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

জুলাই আন্দোলনে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ 

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ