ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

রংপুর প্রতিনিধি : রংপুরে হত্যা মামলা দায়েরের দশ বছর পর আব্দুল খালেক মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা- মো. নাজির এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার চতড়া ইউনিয়নের আশরাফুল ইসলামের সাথে আসামি আবুল খায়ের মন্ডল, মকবুল হোসেন, আবু হেনা মো. মোস্তফা কামাল, আসাদুজ্জামান লিটন ও নাজনিন নাহারের সাথে স্কুল নিয়ে বিরোধ দেখা দেয়।

পরে মীমাংসার কথা বলে ২০১৫ সালের ১৫ জানুয়ারি রাতে আসামিরা আশরাফুল ইসলামকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে চেতনানাশক ইনজেকশন তার শরীরে পুশ করে অচেতন করে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর লাশ ভ্যানে করে চতড়া ইউনিয়নের একটি বাগানে ফেলে রাখে।

ঘটনার পরদিন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোরশেদা বেগম বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ৫ জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ পত্র দাখিল করেন।

আরও পড়ুন

সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতিতভাবে আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক আব্দুল খালেক মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মকবুল হোসেন, আবু হেনা মো. মোস্তফা কামাল, আসাদুজ্জামান লিটন ও নাজনিন নাহারকে বেকসুর খালাস প্রদান করা হয়।

রংপুরের আইন কর্মকর্তা আফতাব হোসেন জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা মোবারক

ফাইনালের উত্তাপ ছড়ালেও বুমরাহকে পাচ্ছে না ভারত!

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

সুনামি : দেশজুড়ে প্রায় ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

জুলাই আন্দোলনে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ 

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ