ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মৃত্যুর গুজবে বিব্রত মিশা সওদাগর

মৃত্যুর গুজবে বিব্রত মিশা সওদাগর

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। একটি ভিডিওর মাধ্যমে এই ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ ধরনের গুজবে মিশা সওদাগর নিজেও বেশ বিব্রত। তিনি সুস্থ আছেন এবং এমন মিথ্যা খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মিশা সওদাগর জানান, গত দু’দিন আগেই তিনি আমেরিকা থেকে দেশে ফিরেছেন এবং শিগগিরই তার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং শুরু করবেন। এই মুহূর্তে তিনি নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে এমন গুজব ছড়িয়ে পড়ায় তিনি বিরক্ত। তিনি বলেন, “এমন গুজবে আমি খুবই বিব্রত।

এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। সকলের উদ্দেশ্যে বলতে চাই—আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং এতে কান দিবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন

এটিই প্রথম নয়, এর আগেও কয়েকবার এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। ঢালিউডের অন্যতম জনপ্রিয় খল-অভিনেতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এবং এখনও তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়ানো কোনোভাবেই কাম্য নয়, যা কেবল বিভ্রান্তিই ছড়ায় না বরং সংশ্লিষ্ট ব্যক্তির জন্য মানসিক চাপও তৈরি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সুন্দরবন থেকে সাত নৌকাসহ ৫ জেলে আটক

রংপুরে যোগদানের এক বছর পূর্তিতে বেরোবি উপাচার্যের সংবাদ সম্মেলন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

বগুড়ায় ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা