বগুড়ায় ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চামড়ায় ব্যবহার করার লবণ ও ইন্ডাস্ট্রিয়াল লবণে অনুমোদিত টেক্সটাইল কালার ব্যবহার করে মানুষের খাবার অনুপযোগী বীট লবণ তৈরির অপরাধে কবির হোসেন নামের এক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা টাস্কফোর্স কমিটি এক অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে। এসময় জব্দকৃত লবণ জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব’র) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম।
আরও পড়ুনমন্তব্য করুন