ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দিশা পাটানির বাড়িতে গুলি, বন্দুকযুদ্ধে নিহত দুই অভিযুক্ত

দিশা পাটানির বাড়িতে গুলি, বন্দুকযুদ্ধে নিহত দুই অভিযুক্ত

গত ১২ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। জানা যায়, উত্তর প্রদেশের মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই ঘটনা ঘটে; এবং দুটি গ্যাং গ্রুপ গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার দায় স্বীকার করে।

এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে মাঠে নামে পুলিশ। এর ৫ দিন পর নতুন খবর, অভিনেত্রীর বাড়িতে গুলি চালানো দুই অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। সেই দুই অভিযুক্তের নাম রবীন্দ্র ও অরুণ। তারা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিলো বলে দাবি পুলিশের। গুলে করে মারার পর তাদের কাছ থেকে একটি পিস্তল ও কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে পুলিশের একটি দল অভিযুক্তদের মুখোমুখি হয়। সেই সময় অভিযুক্তরা পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে দুই অভিযুক্ত গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

এদিকে, ঘটনার দিন ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ দুই বাইক আরোহী দিশা পাটানির বারেলির বাড়িতে একাধিক রাউন্ড গুলি চালায়। সেই সময় দিশা বাড়িতে না থাকলেও, তার বাবা-মা এবং ভাইবোন ভেতরে ছিলেন।

আরও পড়ুন

এ ঘটনার তদন্ত শুরু হওয়ার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির অপরাধের রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস