নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি টহল দল তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তিনজনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক দুইজনকে ইয়াবা ও উদ্ধারকৃত মোবাইল ফোনসহ থানায় হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়া সহযোগীকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন