ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছেই

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ লক্ষ্যে সকাল থেকেই সমর্থকরা মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে জড়ো হন নগর ভবনের সামনে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি তোলেন। বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে, তাহলে আর অপেক্ষা করবেন না তারা। নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিবেন। এ সময় ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সময় বেঁধে দেন বিক্ষুব্ধরা।

আরও পড়ুন

অপরদিকে, কর্মসূচির কারণে সকালে নগর ভবনের সামনের সড়কে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সীমিত আকারে চলছে যানবাহন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘ফুলতলা উপশাখা’ উদ্বোধন

হজ করতে সৌদি পৌঁছলেন ৪৪ হাজার ৭১৮ জন  

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ৪২৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

“ওয়েট মার্কেট কালেকশন” সেবা চালু করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং

জবির ‘যৌক্তিক’ দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক