এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে জাতীয় শহীদ মিনারে পূর্বোঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করলো ছাত্রদল।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। পরবর্তীতে এইদিনে একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরে এনসিপির পক্ষে থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
আরও পড়ুনমন্তব্য করুন