চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র্যাবের অভিযানে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু (২৮) গত ৯ জুলাই টাকার জন্য তার বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়।
এ ঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২নং এজাহারনামীয় পলাতক আসামি নিহতের চাচাতো ভাই মো. মাসুদ (৩০) সাভার হতে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে।
আরও পড়ুনআজ বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় সাভারের আকরান (বউ বাজার) এলাকা হতে র্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ গ্রেফতার হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন