ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

চাঁদার জন্য এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

চাঁদার জন্য এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ২০১৫ সালে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিরা পলাতক রয়েছে।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। তখন শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সবশেষ ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে ফের চাঁদা দাবি করেন তারা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান আসামিরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় নয় বাস্তবে দুই অভিনেত্রীর তুমুল যুদ্ধ

জিমে পিস্তল দেখিয়ে ট্রেইনারকে হুমকি, গ্রেপ্তার গায়ক গিল মানু

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত

শেরপুরে আওয়ামী লীগ নেতা চাঁন গ্রেফতার