অলিম্পিকের নির্বাচন নভেম্বরে
_original_1753963764.jpg)
স্পোর্টস ডেস্ক : নভেম্বরেই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। গতকাল কুর্মিটোলা গল্ফ ক্লাবে আয়োজিত বিওএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নেয়া হয় এই সিদ্ধান্ত। বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ৮৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভাপতি গত ২১শে মার্চ মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং বিমানের পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, ‘বিওএর প্রধান কাজ হচ্ছে অলিম্পিক আন্দোলন জোরদার করার মাধ্যমে দেশ ও দেশের বাইরে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহযোগিতা করা। আমি বিশ্বাস করি প্রকৃত ক্রীড়াবিদ সকল সময়ই সুনাগরিক হিসেবে গড়ে উঠে। কখনো তারা বিপদগামী হন না। তাই যুব ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা জরুরী। ব্যক্তিগতভাবে আমি নিজে এবং বিওএ সাধ্যমতো সেই চেষ্টা করে যাচ্ছে।’
সভাপতি আরও বলেন, ‘বিওএ’র বর্তমান গঠনতন্ত্রটি ২৫ বছর আগে আইওসি কর্তৃক অনুমোদনকৃত। যুগোপযোগী ও হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে গঠনতন্ত্রের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে।’ গতকালের সাধারণ সভাটি ছিল মূলত ২০২৩-২৪ অর্থ বছরের।
এ নিয়ে বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন,’ আজকের এই সভাটি ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে আয়োজিত হচ্ছে। সভাটি আয়োজনে বিভিন্ন কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে, এ বছরে আমরা ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য খুব শীঘ্রই আরেকটি সাধারণ সভা আয়োজন করবো।
আরও পড়ুন‘২০২৩-২০২৪ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে ঘটনাত্তোর অনুমোদিত হয়। বিওএ অলিম্পিক কমপ্লেক্স গঠনের উদ্যোগ নিয়েছে।
ময়মনসিংহের ত্রিশালের কমপ্লেক্স নিয়ে বিওএ সভাপতি বলেন, ’বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীন প্রায় ১৭৩ একর জায়গা এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে।’
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বার কোটি চল্লিশ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে ঘটনাত্তোর অনুমোদিত হয়। বিওএ-র কার্যনির্বাহী কমিটিতে ‘বিওএ অ্য্যাথলেট কমিশন’ একজন সদস্যের অন্তর্ভুক্তি অনুমোদিত হয়েছে।
মন্তব্য করুন