দুই দিন আগেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ‘এ’ দল। আগস্টে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এ জন্য ৯ আগস্ট উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু, সফর দুদিন এগিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ ‘এ’ দল আগামী ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে। এই সিরিজে বাংলাদেশ বাদেও অংশ নেবে পাকিস্তান শাহীনস (এ দল) ও নেপালের এ দল। গত আসরে বাংলাদেশ ‘এ’ দল রানার্সআপ হয়েছিল। অ্যাডিলেড স্ট্রাইকার্সের একাডেমি দলের কাছে ম্যাচ হেরেছিল। এবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে ‘এ’ দল তিনটি টি-টোয়েন্টি খেলবে। চট্টগ্রামে বিসিবি হাইপারফরম্যান্স দলের বিপক্ষে ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের পর একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি হবে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
মন্তব্য করুন