ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

মৌসুমের শুরুতেই চেনা ছন্দে পুরনো রোনালদো

মৌসুমের শুরুতেই চেনা ছন্দে পুরনো রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতেই নিজের চেনা ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও সময়কে যেন হার মানালেন তিনি। দাপট দেখিয়েছেন মাঠে। তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে আল-নাসরের হয়ে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছেন এই পর্তুগিজ তারকা।

অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল আল-নাসর। ২৫তম মিনিটে তুলুজের ইয়ান গবো গোল করে ফরাসি ক্লাবকে এগিয়ে দেন। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরান রোনালদো। প্রথমার্ধেই গোল করে ম্যাচে ফেরান দলকে। দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আল-নাসর। ৭৬তম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে এগিয়ে দেন এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সৌদি ক্লাবটি। ম্যাচে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো, কিন্তু তার সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সুযোগটি হাতছাড়া হয়। 

ফেলিক্স সম্প্রতি চেলসি থেকে আল-নাসরে যোগ দিয়েছেন। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আল-নাসরকে গুণতে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো-এর মধ্যে ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি, বাকি ২০ মিলিয়ন পারফরম্যান্স বোনাস। দুই বছরের চুক্তিতে নতুন ক্লাবে ক্যারিয়ারকে নতুন করে গুছিয়ে নেওয়ার লক্ষ্য তার।

আরও পড়ুন

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য আবার ম্যাচটা বিশেষ ছিল। গেল মৌসুমের শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন আল নাসর ছাড়ার। তবে শেষ পর্যন্ত তিনি ২ বছরের চুক্তি সই করেন সৌদি জায়ান্টদের সঙ্গে। নতুন চুক্তি সই করার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। লম্বা বিরতির পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই করলেন গোল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনের ক্রেডিট শহীদদের এবং গাজীদের

পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার: খলিলুর রহমান

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১