ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

বগুড়ায় ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : বগুড়ার শহরের সেউজগাড়ী পালপাড়ায় একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

নিহত তারিকুল ইসলাম তোহা (১৮) বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। সে বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। 

আরও পড়ুন

তার বন্ধুরা জানায়, সে সেউজগাড়ী পালপাড়ায় ওই ছাত্রাবাসে এক রুম ভাড়া নিয়ে থাকত। সে একটি মেয়েকে ভালোবাসত। কয়েকদিন ধরে মেয়েটির সাথে তার বনিবনা হচ্ছিল না। এই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে মেয়েটির সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার ছাত্রাবাসের রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে কালো গেঞ্জি দিয়ে মুখ ঢেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে সে তার এক চাচাতো ভাইকে ফোন দিয়ে জানায় সে আত্মহত্যা করতে যাচ্ছে। সেই সাথে সে ঘরের তীরের সাথে ওড়না লাগানোর আত্মহত্যার প্রস্তুতির ছবিও তার চাচাতো ভাইয়ের মেসেঞ্জারে পোস্ট করে। এরপর তার চাচাতো ভাই বিষয়টি তার সাবেক রুমমেট সৈকতকে জানায়। এরপর সৈকত মোবাইল ফোনে বিষয়টি ছাত্রাবাসের লাবিবকে জানায়। এরপর লাবিব অন্যদের সাথে নিয়ে তার রুমের কাছে দিয়ে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। এরপর জানালা খুলে দেখতে পারে তার লাশ তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখোমুখি গায়িকা আতিয়া আনিসা

গাজীপুররে পোশাক কারখানায় আগুন

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

হাওরের ট্যুরিজমে মাছের ক্ষতি হচ্ছে: ফরিদা আখতার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা আদায় 

ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য এক্সক্লুসিভ সুবিধা নিশ্চিতকরণে কনকর্ড এন্টারটেইমেন্ট-এর সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ