ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখোমুখি গায়িকা আতিয়া আনিসা

গায়িকা আতিয়া আনিসা

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সংগীত ট্যুর দিচ্ছেন। সেখানেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটেছে গালাগালের মতো ঘটনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন এই তরুণ গায়িকা।
 
 
লিখেছেন, আমি একজন শিল্পী, বয়সে ছোট হলেই আপনি আমাকে গালি দিয়ে অসভ্যের মতো কথা বলবেন—এটা আমি মেনে নিতে পারব না। গালি দেওয়া আর অসভ্য আচরণ—আমি কোনোভাবেই গ্রহণ করব না। সবাই বলে ইগনোর করতে, কিন্তু ইগনোর করলেই যদি এ ধরনের আচরণ বন্ধ হতো—তাহলে সত্যিই ইগনোর করতাম। কিন্তু চুপ থাকলে যদি অন্যায় বাড়ে, তবে সেটা মেনে নেওয়া যায় না।
 
এরপর এই ঘটনার সমাধান করতে ছুটে এলেন আরেক গায়ক আসিফ আকবর। আসিফ আকবরও সংগীত ভ্রমণে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আসিফ আকবরের প্রতি কৃতজ্ঞতাও জানালেন আতিয়া।
 
 
এ বিষয়ে ফেসবুকে লিখলেন, আমি যুক্তরাষ্ট্রে এসেছি।
 
 
 গান করার জন্য এসেছি; সময়, শ্রম এবং সবার বিশ্বাস নিয়ে এসেছি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমি চুপ করে থাকব না। তাও থেকেছি । যারা দায়িত্ব নিবে না, মিথ্যা বলবে বা অপেশাদারভাবে আচরণ করবে, তাদের সামনে আমি অবশ্যই খামোখা চুপ থাকবো না। অন্যায় সহ্য করা যায়, কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
 
 
এই গায়িকা বলেন, একজন মানুষ কিংবা একজন শিল্পী—যার যা পরিচয়ই হোক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো তার সম্মান। দায়িত্বজ্ঞানহীনতা আর অপেশাদার আচরণ করা হয়েছে বারবার। গতকাল আমার সঙ্গে যে অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে, সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ আসিফ ভাইয়াকে, যে তিনি আমার এই বিষয়টি দেখেছেন। তিনি আমার প্রয়োজনে গার্ডিয়ানের মতো পাশে দাঁড়িয়েছেন এবং আমার পক্ষে কথা বলেছেন, এমন আচরণ তুলে ধরে সঠিকভাবে সবকিছু সামলেছেন।
 
তিনি বলেন, পুরো ট্যুর জার্নিতে, প্রতিবারের মতো এবারও আসিফ ভাইয়া সব কিছু নিজের হাতে নিয়েছেন, সামলেছেন এবং সঠিকভাবে পরিচালনা করেছেন। আমাদের প্রথম শো থেকে শুরু করে শেষ পর্যন্ত, যেকোনো সমস্যার মুখে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, ন‍্যায় এর পক্ষে কথা বলেছেন এবং সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন। আমি এই সমর্থনের জন্য সত্যিই কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতা হুরাইরা গ্রেফতার

অমর একুশে বইমেলা স্থগিত

পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই নছিমন গাড়ি উল্টে ৩টি গরুর মৃত্যু

দিনাজপুরের বিরল একইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে

জয়পুুরহাটের বাগজানার কয়া সীমান্তে মাদকসহ মহিলা গ্রেফতার