ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় আহত আরও একজন বৌদ্ধ ভিক্ষু রোববার (২৮ সেপ্টেম্বর) মারা গেছেন। এ নিয়ে গত বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

কলম্বো থেকে এএফপি জানায়, গত বুধবার রাতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের কুরুনেগালা জেলার একটি মঠের কাছে পাহাড়ের ঢালে ক্যাবল কারটি আছড়ে পড়ে। এতে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ ভিক্ষু তৎক্ষণাত মারা যান। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল।

দেশটির এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, হাসপাতালে থাকা ছয়জন ভিক্ষুর মধ্যে একজন গত রাতে মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, শনিবার মঠের কাছে একটি কবরস্থানে পাঁচজন ভিক্ষুর লাশ দাফন করা হয়েছে। তাদের মধ্যে চারজন শ্রীলঙ্কার এবং একজন রোমানিয়ার।

১৩ জন ভিক্ষু মঠের ওপরে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান ইউনিটে যাওয়ার জন্য ছোট একটি অস্থায়ী ক্যাবল কারে চড়েছিলেন।

আরও পড়ুন

 

প্রাথমিক তদন্তে জানা যায়, ক্যাবলটি ছিঁড়ে যায়, যার ফলে কেবিনটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে এবং ট্র্যাক ছেড়ে গাছের সঙ্গে আঘাত লাগে।

মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত ফ্যাসিস্ট সরকারের মত কোনো বিতর্কিত নির্বাচন হতে দেয়া হবে না- লেবু মাওলানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের ৯টি খননযন্ত্র আটক

দিনাজপুরে চারজনের বিরুদ্ধে মামলা দুদকের

ফের হুমকির মুখে কপিল শর্মা

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিঠুন মানহাস