ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় হতাহতের এ ঘটনা ঘটে। 

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান বলেন, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৬টি শিশু রয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে জানানো হয়েছে, বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমর্থকরা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জনসভাস্থলে অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, আহতদের কারুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জেলা প্রশাসন কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেয়ার সময় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও জেলা সচিবকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিড়ের চাপে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছাতে অ্যাম্বুলেন্সকে ব্যাপক বেগ পেতে হয়। মাবেশে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চেন্নাইয়ের ক্ষমতাসীন দল ‘ডিএমকে’ বিজয়ের দলের অব্যবস্থাপনাকে দায়ী করেছে এবং থালাপতি বিজয়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর টিভিকে দলীয় কর্মী-সমর্থকদের জন্য কঠোর নিরাপত্তা ও আচরণবিধি জারি করেছিল। সেখানে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থদের সমাবেশে না আসার পরামর্শ দেয়া হয়। খবর : দ্য হিন্দু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনকে আরেক ইউরোপের দেশের স্বীকৃতি 

৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোন বাধা নেই

‘এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেয়ার অনুপ্রেরণা যোগাবে’

পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকার জাহাজে ইসরায়েলের হামলা

মৌসুমের প্রথম হারের স্বাদ পেল লিভারপুল

সাংবাদিক সুরক্ষা আইন নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে : তথ্য উপদেষ্টা