নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
নতুন গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও মেজবা

ন্যান্সি ও মেজবা
বাংলা গানের জগতে একটি সুপরিচিত নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। তরুণ কণ্ঠশিল্পী মেজবা শরীফ সঙ্গে ‘লাগছে দিলে চোট’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘লাগছে দিলে চোট’ গানটির কথা লেখার পাশাপাশি এর সুর করেছেন মেজবা শরীফ নিজেই। সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
ন্যান্সি বলেন, ‘ব্যস্ততার কারণে বেশ কয়েক দিন গান থেকে বিরত ছিলাম। আবারও নতুন গান নিয়ে আসছি। আমার সঙ্গে গানটি গেয়েছেন মেজবা শরীফ। তরুণ শিল্পীদের মধ্যে ভালো কাজ করছে সে।’
মেজবা শরীফ বলেন, ‘গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, ন্যান্সি আপুকে যুক্ত করা যায়, এতে এক অন্য রকম মাত্রা পাবে। এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত, গর্বিত।
মেজবার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে গীতিকার কবীর বকুলের কথায় ‘নিশ্বাসে বিশ্বাসে’, সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। ফয়সাল রাব্বিকীনের কথায় ‘এই পৃথিবী’, অনুরূপ আইচের কথায় ‘আমি তোমার মন’, সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি।
এ ছাড়া ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’, ‘প্রিয়া’, ‘ভালোবাসি’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘একটু শোন’, ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’ ইত্যাদি গান রয়েছে তার।
মন্তব্য করুন