ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ভাঙ্গায় গাছ থেকে পড়ে বাবু শেখ (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লার খোকন শেখের ছেলে। 

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে চাম্বুল কাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আশঙ্কাজনক  অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি  মারা যান। 

আরও পড়ুন

ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টুটুল ফকির বলেন, বাবু শেখ রান্নার জ্বালানি সংগ্রহে চাম্বুল গাছের শুকনো ডাল কাটতে গাছে উঠেছিলেন। শুক্রবার দুপুরে গাছ থেকে পড়ে তিনি আহত হন। তার পরিবার সূত্রে জানতে পেরেছি, শনিবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে যুবকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সিঙ্গাবাদ পাথার বিল উন্নয়নে প্রকল্প নিচ্ছে মৎস্য অধিদপ্তর

বগুড়ার নন্দীগ্রামে শুভ্র কাশফুলে সাজছে নাগর ও ভদ্রাবতির তীর

থালাপতি বিজয়ের সমাবেশে ৩১ জনের মৃত্যু

টানা ৩ দফা বেড়ে স্বর্ণের দাম কমলো

গাইবান্ধার সাদুল্লাপুরে কীটনাশক ট্যাবলেট সেবন করে তরুণীর মৃত্যু স্বজনদের দাবি আত্মহত্যা