ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সিঙ্গাবাদ পাথার বিল উন্নয়নে প্রকল্প নিচ্ছে মৎস্য অধিদপ্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সিঙ্গাবাদ পাথার বিল উন্নয়নে প্রকল্প নিচ্ছে মৎস্য অধিদপ্তর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর কিছু প্রসিদ্ধ বিল উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সিঙ্গাবাদ পাথার (রামদাস) বিল উন্নয়নে প্রকল্পে নিয়েছে মৎস্য অধিদপ্তর। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এলাকাবাসী। বিশেষ করে প্রতিবছর জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত জলমগ্ন থাকে এ বিল। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুুরা ঘুরতে আসে।

এর ফলে বিলাঞ্চলে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এ বিলের মধ্য দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদী, বর্ষা মৌসুমে দুকূূল ছাপিয়ে বিলগুলো জলমগ্ন হয়ে পড়ায় গোমস্তাপুর-পোরশা-সাপাহার উপজেলার সাথে নৌ যোগাযোগ স্থাপন হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের ৩ টি জেলার বিলাঞ্চলগুলো উন্নয়নের জন্য চলতি অর্থ বছর ৩৮কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মেয়াদ চলতি অর্থ বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। এ বিষয়ে গত  ১২ মে  অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৯-৩০ মে প্রকল্প এলাকা পরিদর্শন করে মতামত দেয় প্রকল্প বাস্তবায়ন কমিটি।

আরও পড়ুন

প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে, সুফলভোগী কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ, কর্মশালা, সভা-সেমিনার, ক্যাম্পেইন, অভিজ্ঞতা বিনিময়, নো ফিশিং জোন  (অভয়াশ্রম) স্থাপন ও মেরামত, বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরণ, আয়রননেট ও বিল নার্সারি স্থাপন এবং বিল পুনঃখনন, জলযান ক্রয় ও বিতরণ ইত্যাদি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সমাজ ভিত্তিক ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে বিলগুলোতে মৎস্য উৎপাদন বাড়াতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া, প্রকল্পটি মৎস্য অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা কমিটি ও স্থানীয় জেলেদের অংশগ্রহণে বাস্তবায়িত হবে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, মৎস্য অধিদপ্তরের নেয়া প্রকল্পটির কার্যক্রম প্রাথমিক অবস্থায় রয়েছে। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে ফেরাজুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে কৃষকের গোয়াল ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধার পলাশবাড়ীতে আশ্বিনেই চৈত্রের দাবদাহ, বিপর্যস্ত জনজীবন

বগুড়ার শিবগঞ্জে আসামির ইটের আঘাতে পুলিশ সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জনতার হাতে ট্রান্সফর্মার চোর চক্রের ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩