গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা আদায়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিউ লাইফ ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারকে ও নিউ লাইফ ডায়াগনস্টিক, ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানা এবং যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দন্ড দেওয়া হয়।
আরও পড়ুনউপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, জনস্বার্থে এবং রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। যারা আইন না মেনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন