সাদাপাথর পর্যটনকেন্দ্র এলাকায় দোকান বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র এলাকায় দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোলাগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরের ১০ নম্বর ঘাট এলাকায় দুপুরের দিকে কোম্পানীগঞ্জের লিটন আলী ঝালমুড়ির দোকান দিতে গেলে ঘাটের আরেক দোকানদার মোহাম্মদ রায়হান উদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় লিটনের ছেলে রহিম মিয়া বাবার পক্ষ নিয়ে বাকবিতণ্ডায় জড়ালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
আরও পড়ুনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। আটক পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন