ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বাউফলে পুলিশের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের বিরুদ্ধে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই শিশুকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী হামিম (১০) মোবাইল ফোনে খেলার ছলে ভিডিও ধারণ করলে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেন এবং কানে কয়েকটি চড় মারেন। এতে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

শিশুর বাবা কবির মোল্লা জানান, পুলিশের হুমকির ভয়ে তারা বিষয়টি গোপন করেছিলেন। কিন্তু শনিবার রাতে ছেলের তীব্র ব্যথা শুরু হলে বাধ্য হয়ে হাসপাতালে আনেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে মারধরের পর পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হলে গ্রামবাসীর বাধার মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত এসআই মাসুদুর রহমান বলেন, জমাজমি সংক্রান্ত ঘটনায় সেখানে গেলে শিশুটি আমাদের ভিডিও করছিল। মারধরের অভিযোগ সঠিক নয়, শুধু মোবাইল ফোনটি নিয়েছি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, শিশুটির কানে আঘাতজনিত ব্যথা রয়েছে, তাকে নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে এসআই মাসুদুর রহমানের সঙ্গে কথা হয়েছে। সে স্বীকার করেছে, শিশুটির মাথা ধরে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক আরো কমাবে যুক্তরাষ্ট্র : বাণিজ্য উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রাজবাড়ীতে কবর থেকে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

সহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক নির্মাণ শ্রমিক জেলহাজতে